বরিশালের দুই হাসপাতালে আজও ৯ জনের মৃত্যু, বেড়েছে শনাক্তের হার

বরিশালের দুই হাসপাতালে আজও ৯ জনের মৃত্যু, বেড়েছে শনাক্তের হার

Other

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এখনও চিকিৎসাধীন রয়েছেন ২১৫ জন রোগী।  

এদিকে করোনা ডেডিকেটেড বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ২ জন রোগীর মৃত্যু হয়েছে। সেখানে চিকিৎসাধীন রয়েছেন আরও ৪২ জন।

এদিকে মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার আবার কিছুটা বেড়ে ৩৪.২৯ শতাংশ হয়েছে।  

শেবাচিমের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ্য হয়ে করোনা ওয়ার্ড ছেড়েছেন ৩৪ জন। একই সময় নানা উপসর্গ নিয়ে ২৯ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে ৭ জনের মৃত্যু হয়েছে।

তাদের করোনার নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ। আজ সোমবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ২১৫ জন রোগী।  

এদিকে করোনা ডেডিকেটেড বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ২ জন রোগীর মৃত্যু হয়েছে। ২ জনের করোন পজেটিভ ছিলো। আজ সকাল পর্যন্ত সেখানে চিকিৎসাধীন ছিলেন ৪২ জন। জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন


কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় আরো ৯ জনের মৃত্যু

লক্ষ্য ইরান: ইসরাইলি সাবমেরিনের বিপজ্জনক অভিযান

গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রামে অক্সিজেন প্ল্যান্টে নিরাপত্তা জোরদার

কাল থেকে গণপরিবহন চালু, আসন সংখ্যার অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না


অপরদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার গত ৪ দিন ধরে ধারাবাহিকভাবে কমলেও সব শেষ রিপোর্টে আবার কিছুটা বেড়েছে। গতকাল সোমবার রাতে প্রকাশিত সব শেষ রিপোর্টে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪.২৯ শতাংশ।

এর আগে গত রোববার শনাক্তের হার ছিলো গত ২ মাসের মধ্যে সর্বনিম্ন ১২.২৩ শতাংশ, শনিবার ২৯.৩০ শতাংশ, শুক্রবার ৩১.২৫ শতাংশ, বৃহস্পতিবার ৪২ শতাংশ এবং বুধবার ৪৮.১৪ শতাংশ করোনা শনাক্ত হয়।

news24bd.tv এসএম