গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জন করোনা পজিটিভ ও ৮ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহের পাঁচ জন, টাঙ্গাইল ও নেত্রকোনার একজন করে রোগী ছিলেন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহের সাত জন এবং নেত্রকোনার একজন রোগী মারা গেছেন।
মঙ্গলবার মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন ।
আরও পড়ুন
কাল থেকে গণপরিবহন চালু, আসন সংখ্যার অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না
ইরানের সঙ্গে সম্পর্ক রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ: হুথি নেতা
কক্সবাজারে রিকশাচালককে নির্যাতন, গ্রেপ্তার অভিযুক্ত যাত্রী
লেবাননে তীব্র জ্বালানি সংকট, সহিংসতায় নিহত ৩
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৪১০ জন এবং আইসিইউতে ২১ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৪৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এদিকে, জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৫ জনের নমুনা পরীক্ষা করে করোনার উপস্থিতি মিলেছে ১৮৮ জনের শরীরে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৮১ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।
news24bd.tv রিমু