আদালতে অঝরে কাঁদলেন পরীমণি

আদালতে অঝরে কাঁদলেন পরীমণি

অনলাইন ডেস্ক

আজ মঙ্গলবার মাদকদ্রব্য আইনে করা মামলা আদালতে তোলা হয় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণিকে। ৪ দিনের রিমান্ড শেষে দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয় তাকে।

পরীমণির বিরুদ্ধে মাদক আইনের মামলার সুষ্ঠুতদন্তের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত সংস্থা সিআইডি। রিমান্ডের শুনানিকালে আদালতে কাঁদতে দেখা যায় আলোচিত এই নায়িকাকে।

এসময় পরীমণির আইনজীবী মজিবুর রহমান বলেন, ‘একজন নায়িকা ১২২ ঘণ্টা এক পোশাকে রয়েছেন। তিনি তো একজন নায়িকা। তার তো একটা লাইফ স্ট্যাইল রয়েছে। ’

এর আগে গত বৃহস্পতিবার (৫ আগস্ট) পরীমণি ও রাজকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।

এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাতদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

news24bd.tv এসএম

আরও পড়ুন


মাদক ও পর্নোগ্রাফি: আরও ৬ দিনের রিমান্ডে প্রযোজক রাজ

ফের ২ দিনের রিমান্ডে পরীমণি

ফের ৪২তম বিসিএসের ভাইভার তারিখ পেছাল

একনজর নাতনী পরীমণিকে দেখতে আদালতে বৃদ্ধ নানা


 

এই রকম আরও টপিক