আদালত থেকে বের হওয়ার সময় চিৎকার করে চিত্রনায়িকা পরীমণি বলেন, ‘আমি নির্দোষ, আমাকে ইচ্ছা করে ফাঁসানো হয়েছে। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। ’ এরপরই তাকে আদালতের গারদখানায় নিয়ে যাওয়া হয়।
মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে আদালতে নেওয়া হয় পরীমণিকে।
রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চার দিনের রিমান্ড শেষে মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকেও আদালতে হাজির করা হয়। প্রথমে পরীকে আদালতের হাজতখানায় রাখা হয়। পরে দুপুর ১টা ৫০ মিনিটে পরীমণিকে আদালতে তোলা হয়।
শুনানি শেষে মাদক মামলায় পরীমণির ফের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই মামলায় তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুরও ২ রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস শুনানি শেষে এ আদেশ দেন।
news24bd.tv এসএম
আরও পড়ুন
মাদক ও পর্নোগ্রাফি: আরও ৬ দিনের রিমান্ডে প্রযোজক রাজ
ফের ৪২তম বিসিএসের ভাইভার তারিখ পেছাল