আদালতে পরীর চিৎকার: ‘আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে’

আদালতে পরীর চিৎকার: ‘আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে’

অনলাইন ডেস্ক

আদালত থেকে বের হওয়ার সময় চিৎকার করে চিত্রনায়িকা পরীমণি বলেন, ‘আমি নির্দোষ, আমাকে ইচ্ছা করে ফাঁসানো হয়েছে। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। ’ এরপরই তাকে আদালতের গারদখানায় নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে আদালতে নেওয়া হয় পরীমণিকে।

রিমান্ড শুনানিতে কাঠগড়ায় তোলা হলে অঝোরে কাঁদতে দেখা যায় তাকে। এ সময় পরীকে দেখতে এজলাসে ভিড় করেন আদালতের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় আদালতের এক কর্মচারী পরীমণির ছবি তুলতে গেলে পুলিশ, আইনজীবী ও উপস্থিত অন্যান্যদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে।

রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চার দিনের রিমান্ড শেষে মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকেও আদালতে হাজির করা হয়।

প্রথমে পরীকে আদালতের হাজতখানায় রাখা হয়। পরে দুপুর ১টা ৫০ মিনিটে পরীমণিকে আদালতে তোলা হয়।  

শুনানি শেষে মাদক মামলায় পরীমণির ফের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই মামলায় তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুরও ২ রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস শুনানি শেষে এ আদেশ দেন।

news24bd.tv এসএম

আরও পড়ুন


আদালতে অঝরে কাঁদলেন পরীমণি

মাদক ও পর্নোগ্রাফি: আরও ৬ দিনের রিমান্ডে প্রযোজক রাজ

ফের ২ দিনের রিমান্ডে পরীমণি

ফের ৪২তম বিসিএসের ভাইভার তারিখ পেছাল


 

এই রকম আরও টপিক