ভারতে দীর্ঘদিন পর সংক্রমণ সর্বনিম্ন

ভারতে দীর্ঘদিন পর সংক্রমণ সর্বনিম্ন

অনলাইন ডেস্ক

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ২০৪ জন। দীর্ঘ পাঁচ মাস পরে দৈনিক সংক্রমণ ফের ২৯ হাজারের নিচে নেমেছে।

এর আগে ১৭ মার্চ দৈনিক আক্রান্তের সংখ্যা ২৯ হাজারের নিচে নেমেছিল।

পাশাপাশি দৈনিক মৃত্যুর সংখ্যাও কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৭৩ জনের।

দক্ষিণের রাজ্য কেরালায় আক্রান্তের সংখ্যা কিছুটা কমার কারণে মোট সংক্রমণ কমেছে। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৬৯।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মঙ্গলবার (১০ আগস্ট) পর্যন্ত ভারতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৯ লাখ ৯৮ হাজার ১৫৮। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৪ লাখ ২৮ হাজার ৬৮২ জনের। ভারতে মোট করোনা সংক্রমণের হার সামান্য কমে হয়েছে ৬ দশমিক ৬২ শতাংশ। গত ২৪ ঘণ্টায়ও সংক্রমণের হার কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা সংক্রমণের হার ১ দশমিক ৮৭ শতাংশ।


আরও পড়ুন

ফের ২ দিনের রিমান্ডে পরীমণি

ফের ৪২তম বিসিএসের ভাইভার তারিখ পেছাল

একনজর নাতনী পরীমণিকে দেখতে আদালতে বৃদ্ধ নানা


আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থতার সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪১ হাজার ৫১১ জন। এখনো পর্যন্ত মোট ৩ কোটি ১১ লাখ ৮০ হাজার ৯৬৮ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ দেশটিতে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩ লাখ ৮৮ হাজার ৫০৮।

সূত্র: আনন্দবাজার

news24bd.tv/এমি-জান্নাত