মাদক মামলায় জামিন পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের আলোচিত চিত্রনায়িকা একা। মঙ্গলবার (১০ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান তার জামিন মঞ্জুর করেন।
তবে গৃহকর্মী নির্যাতনের মামলায় জামিন না হওয়ায় আপাতত একার মুক্তি মিলছে না বলে জানিয়েছেন তার আইনজীবী হুমায়ুন কবির।
গত ১ আগস্ট একাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।
আরও পড়ুন
পদ্মা সেতুতে ধাক্কা দেয়া ফেরির মাস্টার ও সুকানি বরখাস্ত
স্ত্রী মিতু হত্যা মামলায় সাবেক এসপি বাবুলের জামিন নামঞ্জুর
পদ্মা সেতুর নিচ দিয়ে ভারী যানবাহন নিয়ে ফেরি চলাচল বন্ধ ঘোষণা
আদালতে পরীর চিৎকার: ‘আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে’
এর আগে ৩১ জুলাই দিনগত রাতে রাজধানীর হাতিরঝিল থানায় একার বিরুদ্ধে দুটি মামলা হয়।
নির্যাতনের অভিযোগে গৃহকর্মী হাজেরা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। আর একার বাসা থেকে মাদক উদ্ধার হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করে।
গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে রাজধানীর উলনের বাসা থেকে ৩১ জুলাই সন্ধ্যায় একাকে আটক করে পুলিশ। এ সময় তার বাসা থেকে ইয়াবা এবং বিদেশি মদ উদ্ধার করা হয়।
news24bd.tv এসএম