গ্রেফতারের পর একাধিকবার পোশাক পরিবর্তন করেছেন পরীমনি: সিআইডি প্রধান

গ্রেফতারের পর একাধিকবার পোশাক পরিবর্তন করেছেন পরীমনি: সিআইডি প্রধান

অনলাইন ডেস্ক

গ্রেফতারের সময় থেকে আজ আদালতে হাজির করা পর্যন্ত পরীমনির একই পোশাকে রয়েছেন বিষয়টি সত্য নয় বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান।

আজ মঙ্গলবার বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মাদক আইনের মামলায় ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনিকে চারদিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবা ঢাকা মহানগর হাকিম আদালতে তোলা হয়। রিমান্ড শুনানির দিন যে পোশাকে পরীমনিকে আদালতে হাজির করা হয়েছিল, একই পোশাকে আজ তাকে আদালতে আনা  হয়।

১২২ ঘণ্টা পরীমনির পোশাক পরিবর্তন না করাকে রাজনীতি বলে মন্তব্য রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু।

রিমান্ড শুনানি চলাকালে পরীমনির আইনজীবী মজিবুর রহমান বলেন, একজন নায়িকা ১২২ ঘণ্টা এক পোশাকে রয়েছেন। একজন নায়িকা হিসেবে তার তো একটা লাইফস্টাইল রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি ডিফেন্সের কথা।

ডিফেন্স অনেক কিছুই বলতে পারে। আমরা পরীমনিকে জিজ্ঞাসাবাদ করেছি। এক পোশাকের পরে থাকার কথা সত্য নয়।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বলেন, তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যম থেকে জেনেছি, গত ৬ আগস্ট সিআইডিতে পরীমনিকে জিজ্ঞাবাদের জন্য আনা হয়। এরপর পরীমনি একাধিকবার পোশাক পরিবর্তন করেছেন। পাশাপাশি তিনি একাধিক মাস্কও পরিবর্তন করেছেন।


আরও পড়ুন

নৌরুটে ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ভিড়

ভারতে দীর্ঘদিন পর সংক্রমণ সর্বনিম্ন

ফের ২ দিনের রিমান্ডে পরীমণি

ফের ৪২তম বিসিএসের ভাইভার তারিখ পেছাল


news24bd.tv/এমি-জান্নাত