মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান গণটিকা কর্মসূচিতে আগামী ১২ আগস্ট থেকে মডার্নার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হবে। একই সঙ্গে ওইদিন থেকে মডার্নার প্রথম ডোজ টিকা প্রদান বন্ধ করে দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১২ আগস্টের পর সারাদেশে মডার্না ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া বন্ধ ও দ্বিতীয় ডোজ প্রদান শুরু হবে।
এছাড়াও ১৪ আগস্ট থেকে সারাদেশে অত্যাবশ্যকভাবে সিনোফার্মের দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরু করতে হবে। সেই লক্ষ্যে সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে চাহিদা অনুযায়ী দ্বিতীয় ডোজের ভ্যাকসিন অতি দ্রুত পাঠানো হবে।
আরও পড়ুন
গ্রেফতারের পর একাধিকবার পোশাক পরিবর্তন করেছেন পরীমনি: সিআইডি প্রধান
নৌরুটে ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ভিড়
ভারতে দীর্ঘদিন পর সংক্রমণ সর্বনিম্ন
news24bd.tv/এমি-জান্নাত
আরও পড়ুন