ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে পড়ল শ্রমিকদের ওপর

ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে পড়ল শ্রমিকদের ওপর

Other

শরীয়তপুরে সদরে পাথর বোজাই ট্রাক ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

নিহত নাঈম বেপারী (৩২) সদর উপজেলার স্বর্ণঘোষ গ্রামের মনির উদ্দিন বেপারীর ছেলে।

আহতরা হলেন, মজিবর সরদার(৪৫), তাহের শিকদার (৩০)।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে যানা যায়, পঞ্চগড় থেকে কুষ্টিয়া-ট-১১১৬২৬ নাম্বারের একটি ট্রাক পাথর নিয়ে নাড়িয়া যাচ্ছিল। পথিমধ্যে বালাখানা এলাকায় নড়বড়ে বেইলি সেতুতে উঠতেই ভেঙে খাদে পড়ে যায় ট্রাক। এতে সেতুর নিচে ব্রিজ নির্মাণের কাজে কর্মরত শ্রমিকরা চাপা পড়ে। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় শ্রমিকদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়।

এ সময় চিকিৎসাধীন অবস্থা নাঈম নামের এক শ্রমিক মারা যান।

ফায়ার সার্ভিস টিমলিডার আমজাদ হোসেন বলেন, আমরা খবর পাওয়ার ঘটনাস্থলে আসি। স্থানীয় ও ফায়ার সার্ভিসের দুই টিমের সমন্বয়ে ট্রাকের নিচে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করি এবং হাসপাতালে পাঠানো হয়।