করোনার টিকা নেয়ার জন্য হিড়িক পড়েছে নতুন ভোটার হওয়ার। টিকা গ্রহণে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক হওয়ায় রাজশাহী অঞ্চলের নির্বাচন অফিসগুলোতে বেড়েছে সেবা প্রত্যাশীদের ভীড়। নির্বাচন কমিশন বলছে, টিকা কার্যক্রমকে গুরুত্ব দিয়ে করোনাকালেও স্বল্প সময়ে সর্ব্বোচ সেবা দেয়ার পাশাপাশি গতিশীল করেছে অনলাইন কার্যক্রম।
অগ্রাধিকারভিত্তিতে মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেয়ার সরকারি সিদ্ধান্তে নতুন ভোটার হওয়ার হিড়িক পড়েছে।
করোনার টিকা নিতে, নতুন ভোটার হতে প্রতিদিনই মানুষ ভীড় করছেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে।
রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের হিসেবে,
মে থেকে চলতি আগস্টে
রাজশাহী অঞ্চলে
-নতুন ভোটার হয়েছেন প্রায় ১৮ হাজার
-ঠিকানা পরিবর্তন করেছেন ৪৪ হাজার
-ভুল সংশোধন ও হারানো জাতীয় পরিচয়পত্র নিয়েছেন ৬৫ হাজার ভোটার
টিকার গুরুত্ব বিবেচনায় করোনাকালেও নির্বাচন অফিস বেশ সরগরম।
নির্বাচন অফিস জানিয়েছে, টিকা কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে চালু করা হয়েছে নতুন অনলাইনে সেবা।
গত তিন মাসে রাজশাহী বিভাগে সর্বাধিক নতুন ভোটার হয়েছেন সিরাজগঞ্জ জেলায় ৪ হাজার ৮৩০ জন ও বগুড়ায় ৩ হাজার ৪২২ জন।
আরও পড়ুন
মিললো করোনার নতুন আরেক ধরনের সন্ধান!
গ্রেফতারের পর একাধিকবার পোশাক পরিবর্তন করেছেন পরীমনি: সিআইডি প্রধান
নৌরুটে ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ভিড়
ভারতে দীর্ঘদিন পর সংক্রমণ সর্বনিম্ন
news24bd.tv/এমি-জান্নাত