করোনার টিকা না নেওয়ায় বেতন বন্ধ!

করোনার টিকা না নেওয়ায় বেতন বন্ধ!

অনলাইন ডেস্ক

সরকার সারা দেশে ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে করোনাভাইরাস প্রতিরোধে গণটিকা কার্যাক্রর্ম শুরু করেছে। এরই প্রতিফলন হিসেবে দিনাজপুর হাকিমপুর পৌরসভার কর্মচারীদের টিকা নেওয়ার নির্দেশনা দিয়েছিলেন পৌর মেয়র জামিল হোসেন। টিকা না নেওয়ায় পৌরসভার কর্মচারীদের বেতন বন্ধ করে দিয়েছেন মেয়র।

দিনাজপুর সিভিল সার্জন এর তথ্য মতে, দিনাজপুর জেলায় ১০৩টি ইউনিয়নে ১০৩টি এবং ৫টি পৌরসভায় ৪৮টি কেন্দ্র খোলা হয়।

ইউনিয়ন কেন্দ্রগুলোতে ৬০০ জন এবং পৌরসভা কেন্দ্রগুলোতে ২০০ জন করে মোট ৭১ হাজার ৪০০ জনকে টিকা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়। কিন্তু জেলায় গত ৪ আগস্ট ভ্যাক্সিন আসে ৪৪ হাজার এবং বৃহস্পতিবার রাতের মধ্যে আসে আরো ৩০ হাজার। গত ৭ আগস্ট এ জেলায় ৪৩ হাজার ১০০ জনকে টিকা দেওয়া হয়েছে।

এ বিষয়ে হাকিমপুর পৌসভার মেয়র জামিল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, টিকা না নেওয়ার কারণে ইতোমধ্যে এ পৌরসভায় কর্মচারীদের বেতন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

যারা টিকা নিয়েছেন তাদের বেতন দেওয়া হচ্ছে। সরকার ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে জনগণ যাতে টিকা নিতে পারেন সেজন্য গণটিকা কার‌্যক্রম শুরু করেছে। গণটিকা কার‌্যক্রম শেষ হলে পৌরসভায় সেবা নিতে এলে টিকার কার্ড দেখাতে হবে। নাহলে সেবা প্রদান করা হবে না।


আরও পড়ুন

মিললো করোনার নতুন আরেক ধরনের সন্ধান!

গ্রেফতারের পর একাধিকবার পোশাক পরিবর্তন করেছেন পরীমনি: সিআইডি প্রধান

নৌরুটে ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ভিড়

ভারতে দীর্ঘদিন পর সংক্রমণ সর্বনিম্ন


news24bd.tv/এমি-জান্নাত