খুলনায় চাঁদাবাজী মামলায় দুই ইউপি সদস্য গ্রেপ্তার

খুলনায় চাঁদাবাজী মামলায় দুই ইউপি সদস্য গ্রেপ্তার

Other

সালিশ বৈঠকের নামে পাঁচ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে খুলনার ডুমুরিয়ায় দুই ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হচ্ছেন- ইউপি সদস্য গাজী মনিরুজ্জামান (৫০), ইউপি সদস্য আব্দুল হক আকুঞ্জি (৫২) ও রাসেল গাজী (৩২)। মঙ্গলবার তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, রঘুনাথপুর গ্রামের নিজামুল হক মুকুল বাদি হয়ে ছয় জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন।

মামলার আসামি ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, ডুমুরিয়ার রঘুনাথপুরে অনৈতিক সম্পর্কের অভিযোগে সালিশ বৈঠকের নামে ভয়ভীতি ও চাপ সৃষ্টি করে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয় ওই দুই ইউপি সদস্য। স্থানীয়রা জানায়, রঘুনাথপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে আত্মীয় পরিচয়ে আসা যাওয়ায় ওই ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। পরে ভূক্তভোগী থানায় মামলা করেন।

এদিকে অভিযুক্তদের আটকের পর তাদের স্বীকারোক্তিতে চাঁদাবাজির পাঁচ লাখ টাকা উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন:


মুহিতের করোনা নেগেটিভ, তবে শারীরিক দুর্বলতা আছে

ফের দুই দিনের রিমান্ডে মডেল মৌ

রাঙামাটি পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বৃদ্ধি


news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর