স্বর্ণের বার আত্মসাতে ডিবির ওসিসহ ৬ পুলিশ গ্রেফতার

সাইফুল ইসলাম ভূঁইয়া

স্বর্ণের বার আত্মসাতে ডিবির ওসিসহ ৬ পুলিশ গ্রেফতার

অনলাইন ডেস্ক

ফেনীতে ব্যবসায়ীর কাছ থেকে ২০টি স্বর্ণের বার আত্মসাতের অভিযোগে গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইফুল ইসলামসহ ছয় জনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। জব্দ করা হয়েছে ১৫টি স্বর্ণের বার।

জানা যায়, চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর লিখিত অভিযোগের পর ছয় জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।   

গ্রেফতারকৃতরা হলেন- ফেনীর জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (ওসি) সাইফুল ইসলাম ভূঁইয়া, এসআই মো. মোতাহার হোসেন (পিপিএম), এসআই মো. মিজানুর রহমান, এসআই নুরুল হক, এএসআই অভিজিত বড়ুয়া ও এএসআই মাসুদ রানা।

 

মঙ্গলবার (১০আগস্ট) তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় ডাকাতি মামলা হয়েছে। এরপরই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে জেলা পুলিশ।

এসময় পুলিশ সুপার (এসপি) খোন্দকার নুরুন্নবী জানান,  গোপাল কান্তি নামে এক স্বর্ণ ব্যবসায়ী চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেপুর রেলক্রসিং এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের ওই সদস্যরা তার গাড়ি থামান। এ সময় ব্যবসায়ীর কাছ থেকে ২০টি স্বর্ণের বার ছিনিয়ে নেন তারা।

পরে গোপাল দাস ফেনীর এসপির কাছে লিখিতভাবে অভিযোগ করে। পরে এসপি তাদের শনাক্ত করে চার জনকে প্রাথমিকভাবে আটক করে।    

আরও পড়ুন


ইরান প্রস্তুত থাকলে ভিয়েনা আলোচনা শুরু হবে

মেসি: ৩০ নম্বর জার্সি পরে নতুন ক্লাবের অভিযান শুরু

মমেক করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু

পরবর্তীসময়ে তাদের জবানবন্দিতে আরও দু’জনকে আটক করা হয়। এসময় এসপি তাদের কাছ থেকে ১৫টি স্বর্ণের বার জব্দ করে। বাকি পাঁচটির ব্যাপারে পুলিশ তদন্ত করছে।    

তিনি আরও জানান, স্বর্ণের বারগুলো ওই ব্যবসায়ীর বৈধ অথবা অবৈধ কি-না, সেটি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে বলা যাবে।  

news24bd.tv রিমু