বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বৃষ্টির মেধ্যে চিংড়ি খামারে কাজ করার সময় বজ্রপাতে প্রকাশ বিশ্বস (৩০) নামে এক মৎস্য চাষির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলায় জয়ডিহি খালের মাথায় চিংড়ি খামারে এই বজ্রপাতের ঘটনা ঘটে।
স্থানীয়রা বজ্রপাতের শিকার প্রকাশ বিশ্বাসকে দ্রুত মোল্লাহাট উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত প্রকাশ উপজেলার মনিজিলা গ্রামের বিনয় বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, উপজেলার মনিজিলা গ্রামের বিনয় বিশ্বাসের ছেলে প্রকাশ বিশ্বাস বৃষ্টির মধ্যে জয়ডিহি খালের মাথায় নিজের চিংড়ি খামারে কাজ করার সময় হটাৎ বজ্রপাতে তিনি গুরুত্বর আহত হন। স্থানীয়রা মোল্লাহাট উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।
আরও পড়ুন:
বজ্রপাতে মারা গেলেন ধানখেতে কাজ করতে থাকা ২ কৃষক
বিলের ধারে পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ
news24bd.tv তৌহিদ