মাদক সহ গ্রেপ্তার হওয়া নায়িকা পরীমনি, আওয়ামী লীগ বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, মৌ, প্রযোজক নজরুল রাজসহ মোট আটজনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে।
চিঠি পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে তাদের যাবতীয় তথ্য পাঠাতে বলেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বুধবার (১১ আগস্ট) ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে।
জানা গেছে, নায়িকা পরীমনি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, মরিয়ম আক্তার মৌ, আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর, বরিশালের বানারীপাড়ার রোজিনা আক্তার, রাজধানীর মোহাম্মদপুরের নেয়ামত উল্লাহর দুই ছেলে মিশু হাসান ও সালেহ চৌধুরী ওরফে কার্লোস।
এসব খতিয়ে দেখবে আইনশৃঙ্খলা বাহিনী। অসঙ্গতি পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একটি গোয়েন্দা সংস্থার অনুরোধে এসব ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে বিএফআইইউ।