কর্মহীন শ্রমিকদের জন্য বসুন্ধরার  খাদ্য সহায়তা

কর্মহীন শ্রমিকদের জন্য বসুন্ধরার খাদ্য সহায়তা

Other

আজও দেশের বিভিন্ন স্থানে কর্মহীন ও অসহায় খেটে খাওয়া শ্রমিকদের খাদ্য সহায়তা দিয়েছে বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ এবং বসুন্ধরা মাল্টিফুড লিমিটেড। মহামারির কঠিন সময়ে ত্রাণ পেয়ে খুশি শ্রমিকরা।  

বরিশাল ও ভোলায় কর্মহীন, অসহায় ৪১০ জন শ্রমিককে খাদ্য সহায়তা দিয়েছে বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ এবং বসুন্ধরা মাল্টিফুড লিমিটেড। বুধবার বেলা পৌনে ১২টায় বরিশাল শহরের হাটখোলা রোডে স্বাস্থ্যবিধি মেনে ১৩০ জন শ্রমিককে সহায়তা দেয়া হয়।

এছাড়া গৌরনদী, টরকি ও ভোলায় আরো ২৮০ জনকে ত্রাণ দেয় বসুন্ধরা।

প্রতি শ্রমিক ১০ কেজি চাল, ২ কেজি তেলসহ বিভিন্ন নিত্যপণ্য মিলিয়ে মোট ১৬ কেজি খাবার সাহায্য হিসেবে পান। করোনাকালে এই সাহায্য পরিবারগুলোর বেশ কয়েকদিনের খোরাক বলে জানিয়েছেন শ্রমিকরা। এজন্য বসুন্ধরা গ্রুপ ও সংশ্লিষ্ট অঙ্গ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন তারা।

চট্টগ্রামের পাহাড়তলী বাজারে শ্রমজীবী মানুষকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। চালের সবচেয়ে বড় পাইকারি বাজার হিসেবে পরিচিত পাহাড়তলীর ১শ শ্রমিক এই সহায়তা কার্যক্রমের আওতায় এসেছেন। বুধবার বিকেলে নিম্ন আয়ের মানুষ এই ত্রাণ পেয়ে উচ্ছাস প্রকাশ করেন।

এর আগে মঙ্গলবার খাতুনগঞ্জে একইভাবে ত্রাণ দেয় বসুন্ধরা ঢুড এন্ড বেভারেজ এবং বসুন্ধরা মাল্টিফুড লিমিটেড।

news24bd.tv/এমি-জান্নাত