সচেতন না হলে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটতে পারে

অনলাইন ডেস্ক

সচেতন না হলে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম।  

তিনি জানিয়েছেন এখন ডেঙ্গু ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। এ মাসেই এই সংখ্যা আড়াই হাজারের উপরে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৩ জন রোগী।

এদের মধ্যে ঢাকাতেই বেশী, ১৮৮ জন এবং ঢাকার বাইরে ২৫ জন। ডেঙ্গু উপসর্গ নিয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআরের কাছে এখন পর্যন্ত ২২টি মৃত্যুর তথ্য এসেছে।  

আরও পড়ুন:

যতক্ষণ না পুলিশ আসবে, মিডিয়া আসবে লাইভ চলবে: পরীমনি

আবারও মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

একসঙ্গে দুই ছেলে ও দুই মেয়ের জন্ম


 

এই ২২ জনের মৃত্যু ডেঙ্গুতেই হয়েছে কি না পর্যালোচনা শেষে আইইডিসিআর তা নিশ্চিত করবে বলেও জানান তিনি।  

news24bd.tv/আলী