চুরি যাওয়া গরু খুঁজে পেল মালিককে

পুরনো ছবি

চুরি যাওয়া গরু খুঁজে পেল মালিককে

অনলাইন ডেস্ক

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ১২টি গরু চুরির ঘটনা ঘটে। কিন্তু সোভাগ্যক্রমে এক কৃষকের চুরি যাওয়া চারটি গরুর মধ্যে দু'টি গরু মালিকের কাছে ফিরে আসে। ওই সোভাগ্যবান কৃষকের বাড়ি সরিষাআটা গ্রামে।  

মঙ্গলবার গভীর রাতে চুরি গরু চুরির ঘটনা ঘটে বলে জানা যায়।

তিন গ্রামের চার কৃষক গরুগুলোর মালিক।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে উপজেলার মাকড়াই, সরিষাআটা ও বাঘাড়া গ্রামের চারজন কৃষকের ১২টি গরু চুরি হয়। তার মধ্যে মাকড়াই খালপাড়া গ্রামের আনোয়ার হোসেনের তিনটি, সরিষাআটা গ্রামের শহিদুল্লাহ সিকদারের চারটি, একই গ্রামের সোহেল মিয়ার একটি এবং চারটি গরু বাঘারা গ্রামের জব্বার সিকদারের।

আরও পড়ুন


তালেবানের অগ্রাভিযানের মুখে আফগান সেনাপ্রধান বরখাস্ত

কোরআনের আলোকে সুদ লেনদেন চেনার উপায়

মেসি: ৩০ নম্বর জার্সি পরে নতুন ক্লাবের অভিযান শুরু

টি-স্পোর্টসে আজকের খেলা

গরু ফিরে পাওয়ার পর কৃষক শহিদুল্লাহ সিকদার বলেন, ‘চোরের দল গোয়ালঘরের তালা ভেঙে বাছুরসহ একটি দুধেল গাভী ও দুটি ষাঁড় নিয়ে যায়।

তার মধ্যে ষাঁড় দুটি চোরের চোখ ফাঁকি দিয়ে বাড়ি ফিরে এসেছে।

এদিকে, ধলাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আরিফুল হাসান বলেন, ‘চুরির বিষয়টি আমাকে কেউ অবগত করেনি। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ’

news24bd.tv রিমু 

এই রকম আরও টপিক