চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছেন। আর একই সময়ে নতুন করে ৫৮৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। এর আগে বুধবার করোনায় মারা গিয়েছিলেন ১২ জন, শনাক্ত হয়েছিলেন ৭৭২ জন।
জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের একটি ল্যাবে ২ হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৫৮৯ জনের মধ্যে করোনা ভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের ৩৩৬ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২০ দশমিক ৪৩ শতাংশ।
চট্টগ্রামের বিভিন্ন উপজেলার মধ্যে সাতকানিয়ায় ৩, বাঁশখালীতে ১৪, আনোয়ারায় ৬, চন্দনাইশে ৪ পটিয়ায় ১০, বোয়ালখালীতে ৭৮, রাঙ্গুনিয়ায় ২৩, রাউজানে ৪০, ফটিকছড়িতে ১৪, হাটহাজারীতে ৪১, সীতাকুণ্ডে ১২ মিরসরাইয়ে ৭ ও সন্দ্বীপে একজন আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন:
ইলিয়াস কীভাবে পরীমনি'র ভিডিওটি পেলেন?
সাংবাদিক রোজিনা ইসলামের ব্যাংক হিসাব তলব
বজ্রপাতের সময় যে দোয়া পড়বেন!
হুইপ সামশুলের ভাই নবাবের বাড়ির কেয়ারটেকার অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার
NEWS24.TV / কামরুল