ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি

অনলাইন ডেস্ক

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পোন্দাগুইতান এবং এর আশপাশের এলাকা এই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিলো ৭ দশমিক ১।

স্থানীয় সময় বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় কম্পনটি অনুভূত হয়।

ভূমিকম্পটি শক্তিশালী হওয়ায় সঙ্গে সঙ্গে ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, পোন্দাগুইতান থেকে ৬৩ কিলোমিটার পূর্বে, ভূপৃষ্ঠ থেকে ৬৫ দশমিক ৬ কিলোমিটার গভীরে ছিলো ভূমিকম্পের উৎপত্তিস্থল।

আরও পড়ুন


কুষ্টিয়ায় করোনায় আরো ৭ জনের মৃত্যু

অবমাননাকর ছবি প্রকাশের তীব্র নিন্দা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

তালেবানের হাতে উত্তর সীমান্ত: মস্কোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ

আমানতের সর্বনিম্ন সুদহার পরিবর্তনের অনুরোধ নাকচ


ফিলিপাইনের ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানায়, এ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।   

এদিকে মার্কিন উপকূলে সুনামি আঘাত হানার আশঙ্কা নেই বলেই জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস)।

news24bd.tv এসএম