উয়েফা সুপার কাপেও চ্যাম্পিয়ন চেলসি

উয়েফা সুপার কাপেও চ্যাম্পিয়ন চেলসি

অনলাইন ডেস্ক

স্প্যানিশ দল ভিলারিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের পর এবার উয়েফা সুপার কাপেও চ্যাম্পিয়ন হলো ইংলিশ ক্লাব চেলসি। বুধবার (১১ আগস্ট) রাতে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষেও খেলা ১-১ গোলে ড্র ছিলো। পরে টাইব্রেকারে ৬-৫ গোলের জয় নিয়েই সুপার কাপের শিরোপা ঘরে তোলে চেলসি।

১৯৯৮ সালের পর এই প্রথম উয়েফা সুপার কাপের মঞ্চে জয় পেলো থমাস টুখেলের দল।

ম্যাচের ২৭তম মিনিটে কাই হেভার্টজের অ্যাসিস্টে হাকিম জিয়েখের গোলে লিড নিয়েছিল চেলসি। মরেনোর শট ক্রসবারে না লাগলে ১-১ সমতাতেই বিরতিতে যেতে পারতো ভিলারিয়াল। আফসোস দূর হয় ম্যাচের ৭৩তম মিনিটে। মরেনোর গোলেই ম্যাচে ফেরে ইয়োলো সাবমেরিনরা।

আরও পড়ুনঃ

অবমাননাকর ছবি প্রকাশের তীব্র নিন্দা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

তালেবানের হাতে উত্তর সীমান্ত: মস্কোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ

আমানতের সর্বনিম্ন সুদহার পরিবর্তনের অনুরোধ নাকচ

হুমায়ুন আজাদ হত্যার ১৮ বছর, রায় হয়নি দুটি মামলার


এরপর নির্ধারিত ৯০ মিনিটের বাকি সময় আর অতিরিক্ত ৩০ মিনিটে প্রাণপণ গোল দেয়ার চেষ্টা করেছে ইংলিশ জায়ান্টরা। তবে সফল হয়নি কোন দলই। ম্যাচের মীমাংসা হয় পেনাল্টি শুটআউটে। যেখানে চেলসির ত্রাণকর্তা গত মৌসুমে দলে প্রায় ব্রাত্য হয়ে পড়া গোলরক্ষক কেপা আরিজাবালাগা।  ১১৯ মিনিটে মেন্ডির পরিবর্তে মাঠে নেমে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি।

news24bd.tv/ নকিব