সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করছেন কাতার। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি চার বছর ধরে চলা আঞ্চলিক বিরোধের পর দেশটিতে রাষ্ট্রদূত পুনর্বহাল করছেন। খবর আল জাজিরার।
মন্ত্রিসভার বৈঠকের পর বুধবার সৌদিতে রাষ্ট্রদূত হিসেবে বন্দর মোহাম্মদ আবদুল্লাহ আল-আত্তিয়াহকে নিয়োগ দেয়া হয়েছে।
২০১৭ সালের ৫ জুন কোনও পূর্ব ঘোষণা ছাড়াই কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর।
এই দেশগুলোর অভিযোগ ছিল, কাতার সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে এবং এ কাজে দেশটিকে সহায়তা দিচ্ছে ইরান। যদিও শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছিল কাতার।
আরও পড়ুন:
ইলিয়াস কীভাবে পরীমনি'র ভিডিওটি পেলেন?
সাংবাদিক রোজিনা ইসলামের ব্যাংক হিসাব তলব
বজ্রপাতের সময় যে দোয়া পড়বেন!
১৬ বছরের কম বয়সীরাও এনআইডি কার্ড পাবে!
NEWS24.TV / কামরুল