অভ্যন্তরীণ ও সীমান্ত যোগাযোগ এবং কৃষিকে গুরুত্ব দিয়ে প্রকল্প নিয়েছে রেল। পদ্মাসেতু, উত্তরাঞ্চলের কৃষি পণ্য যাতে সহজেই পরিবহন করা যায়, তার দিকে নজর দেয়া হচ্ছে। এছাড়া ১৯৬৫ সালের পর বন্ধ হয়ে যাওয়া সীমান্তপথগুলো চালুর উদ্যোগ নেয়া হয়েছে।
সীমান্তপথে ব্যবসায়ীরা নানা পণ্য নিয়ে আসেন ভারত থেকে।
ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা বলছেন, রেলপথে পণ্য আমদানি ও রফতানির সুবিধা পেতে তারা দীর্ঘদিন থেকেই দাবি জানাচ্ছেন। রেলের নেয়া প্রকল্পগুলো বাস্তবায়ন হলে এ অঞ্চলে ব্যবসায় গতি ফেরাবে।
এ বছর ম্যাংগো স্পেশাল ও ক্যাটেল ট্রেন চালু করে সফলতা দেখিয়েছে রেলওয়ে। অভ্যন্তরীণ কৃষি পণ্য পরিবহনের বিষয়টি গুরুত্ব দিয়ে রেলে যোগ করা হচ্ছে লাগেজ ভ্যান।
পদ্মাসেতু চালু হলে দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ দ্রুত হবে। তখন আরও ইঞ্জিন ও কোচ যুক্ত হবে। বদলে যাবে রেলের বর্তমান চিত্র-এমনটা মনে করছে রেল বিভাগ।
আরও পড়ুন:
ইলিয়াস কীভাবে পরীমনি'র ভিডিওটি পেলেন?
সাংবাদিক রোজিনা ইসলামের ব্যাংক হিসাব তলব
বজ্রপাতের সময় যে দোয়া পড়বেন!
১৬ বছরের কম বয়সীরাও এনআইডি কার্ড পাবে!
NEWS24.TV / কামরুল