ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

Other

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সড়ক ও জনপথের ঢাকা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মহাসড়কের দু-পাশে কিছু লোকজন অবৈধ স্থাপনা করে ব্যবসা করে আসছে। বিষয়টি সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তার নজরে আসলে আজ বৃহস্পতিবার দুপুরে অভিযান পরিচালনা করা হয়।

পরে অবৈধ বিভিন্ন দোকান তৈরি করায় অর্ধ-শতাধিক দোকান গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও সফিপুর এলাকায় প্রায় শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথের এমডি তানভীর আহম্মেদ, ফায়ার সার্ভিস কর্মী, পল্লিবিদ্যুৎতের সদস্যগণসহ অন্যান্যরা।   

আরও পড়ুন: ১০০ ভাগ যানবাহন চলবে ১৯ আগস্ট থেকে

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর