গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

Other

গাজীপুরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের পাশে ঢাকাগামী একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে করে বন্ধ হয়ে যায় উত্তরবঙ্গ ও উত্তরাঞ্চলের সাথে ঢাকার রেল যোগাযোগ।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনের ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়।

ধীরাশ্রম রেলওয়ে স্টেশন মাস্টার হেলাল উদ্দিন জানান, জামালপুর থেকে ছেড়ে আসা কম্পিউটার এক্সপ্রেস ট্রেন সকাল সাড়ে ১১ টার দিকে ধীরাশ্রম স্টেশনে ঢোকার আগ মুহূর্তে ট্রেনটির ইঞ্জিন এর চাকা লাইনচ্যুত হয়ে যায়।

এতে করে ঢাকা- ময়মনসিংহ ও ঢাকা- রাজশাহী রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলের দুদিকে তিনটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।

আরও পড়ুন


সরকারি চাকরিপ্রার্থীদের বয়সে ছাড় দেয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে

পুলিশ সদরদপ্তর থেকে ৭১ কর্মকর্তাকে বদলি

টিকা ব্যবস্থাপনা নিয়ে নৈরাজ্য চলছে: মির্জা ফখরুল

৩ দিনের জন্য ২ কোটি নিয়েছিলেন পামেলা অ্যান্ডারসন


তিনি আরো জানান, ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার তৎপরতা শেষ করা হলে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হবে।

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক জানান, বেলা সাড়ে ১১টায় ট্রেনটি ধীরাশ্রম স্টেশন পৌঁছার আগেই ইঞ্জিন লাইনচ্যুত হয়।

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঢাকা থেকে উদ্ধারকর্মী পাঠানো হয়েছে।

news24bd.tv এসএম