জার্মানিতে কয়েক হাজার মানুষকে করোনার টিকার পরিবর্তে ইনজেকশনে স্যালাইন পানি দেওয়ার অভিযোগ উঠেছে। উত্তর জার্মানির পুলিশ তদন্তের পর জানিয়েছে রেডক্রসের একজন নার্স এই কাজ করে থাকতে পারেন। ফলে, তাদেরকে আবারো করোনার টিকা নেওয়ার অনুরোধ করেছে কর্তৃপক্ষ।
স্কাই নিউজ ও গার্ডিয়ান এই খবর দিয়েছে।
আরও পড়ুন
টিকা আসবে আরও এক কোটি : স্বাস্থ্যমন্ত্রী
পুলিশ সদরদপ্তর থেকে ৭১ কর্মকর্তাকে বদলি
৩ দিনের জন্য ২ কোটি নিয়েছিলেন পামেলা অ্যান্ডারসন
জর্মান পুলিশের তদন্ত কর্মকর্তা পিটার বেয়ার জানিয়েছেন, এই ঘটনায় আলামত ও সাক্ষ্য বিবেচনা করে ভয় পাওয়ার যুক্তি সংগত কারণ রয়েছে বলে তাদের কাছে মনে হয়েছে। কেন নার্স টিকার পরিবর্তে স্যালাইন পানি পুশ করে থাকতে পারেন, সে বিষয়ে অবশ্য কিছু বলেননি তদন্ত কর্মকর্তারা্। তবে নার্সের নাম উল্লেখ না করে তদন্ত কর্মকর্তারা জানাচ্ছেন, রেডক্রসের সেই নার্স ফেইসবুকে টিকা বিষয়ে তার সংশয় জানিয়ে পোস্ট দিয়েছেন। যাহোক, নার্সকে আটক করা হয়েছে কী না , তা জানাতে পারেনি দ্যা গার্ডিয়ান।
news24bd.tv/এমি-জান্নাত