এক রিয়্যালিটি শোয়ের মঞ্চে মালাইকা অরোরা জানিয়েছিলেন, বহু দিন ধরে কন্যা সন্তানের মা হওয়ার সাধ ছিল। ছেলে আরহানের সঙ্গে সেই নিয়ে আলোচনাও করেছেন মালাইকা অরোরা। মায়ের কথায় কী বললেন আরবাজ-পুত্র? মাকে আবার মা হতে দেখতে কী তিনি রাজি?
১৯৯৮ সালে সলমনের খানের ভাই আরবাজ খানের সঙ্গে বিয়ে হয় মালাইকার। ২০০২ সালে জন্ম নেয় তাঁদের পুত্র আরহান।
কিন্তু সম্প্রতি করিনা কাপুর খানের সঙ্গে এক সাক্ষাৎকারে কন্যা সন্তান দত্তক নেওয়ার কথা বলেন অর্জুন-প্রেমিকা। তিনি বলেন, আরহানকে আমি পাগলের মতো ভালবাসি, তাও এক কন্যাসন্তানের মা হওয়ার ইচ্ছে বহু দিন ধরে। নিজের পছন্দ মতো সাজাব তাকে। এই সমস্ত ইচ্ছের কথা আমি আরহানের কাছ থেকে লুকোইনি।
মালাইকা তাঁর পুরনো বন্ধু করিনাকে বলেন, আমার নিজের পরিবারে মেয়েদের সংখ্যা বেশি ছিল। এখন আমাদের পরিবারে শুধুই ছেলে। আমার নিজের বোন রয়েছে। আমরা সারা জীবন একে অপরের পাশে দাঁড়িয়েছি।
সূত্র : আনন্দবাজার
আরও পড়ুন
টিকা আসবে আরও এক কোটি : স্বাস্থ্যমন্ত্রী
পুলিশ সদরদপ্তর থেকে ৭১ কর্মকর্তাকে বদলি
৩ দিনের জন্য ২ কোটি নিয়েছিলেন পামেলা অ্যান্ডারসন
news24bd.tv/এমি-জান্নাত