পর্যায়ক্রমে দেশের সব মানুষকে টিকা দিতে কাজ করছে সরকার। এক্ষেত্রে সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ইতিমধ্যে দুই কোটি মানুষকে টিকা দেয়া হয়েছে। যার মধ্যে ৫০ হাজার মানুষ পেয়েছে দ্বিতীয় ডোজ। চলতি মাসেই আরো এককোটি টিকা আসবে দেশে।
মহামারী করোনার তৃতীয় ধাপ চলছে । টানা সর্বাত্মক লকডাউন শেষে দেশ এখন আগের চেহারায় ফিরে গেছে । লকডাউনের পর শনাক্তের হার কমলেও এখনও মৃত্যুর মিছিল দীর্ঘই হচ্ছে। একই সাথে চলছে গনটিকাদান কর্মসূচিও। দেশব্যাপি গণটিকায় ব্যাপক সাড়া মিললেও অভিযোগ রয়েছে বিশৃঙ্খলারও। কোথাও আবার কার্যক্রমই স্থগিত করা হয়েছে।
এমন বাস্তবতায় বৃহস্পতিবার করোনা ও ডেঙ্গু মোকাবিলার চ্যালেঞ্জ নিয়ে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি উপস্থিত ছিলেন ।
বর্তমান পরিস্থিতিতে হাসপাতালের শয্যা আর বাড়ানো সম্ভব নয় সাফ জানিয়ে দেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি এ বি এম খুরশীদ আলম।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জানান, টিকা আসা চলমান রয়েছে । সবাইকেই টিকা দেওয়া তবে ধৈর্য্য ধরতে হবে। সংক্রমন কমলেন মৃত্যু হার কমেনি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী করোনার পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রনের কথাও জানান ।
খুব্ দ্রুতই করোনা মোকাবিলায় চার থেকে পাঁচ হাজার টেকনিশিয়ান নিয়োগ হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
news24bd.tv/এমি-জান্নাত