চালের বাজার নিয়ন্ত্রণে আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক কমানো হয়েছে। একই সঙ্গে যাবতীয় রেগুলেটরি ডিউটি থেকে অব্যাহতি দিয়েছে সরকার। এখন থেকে চাল আমদানিতে ১৫ শতাংশ শুল্ক দিতে হবে। আগে আমদানিতে ২৫ শতাংশ শুল্ক দিতে হতো।
করোনার মধ্যে চালের দাম ঊর্ধ্বগতিতে বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড শুল্ক কমানোর পরিপত্র জারি করেছে।
আরও পড়ুন:
যতক্ষণ না পুলিশ আসবে, মিডিয়া আসবে লাইভ চলবে: পরীমনি
আবারও মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
একসঙ্গে দুই ছেলে ও দুই মেয়ের জন্ম
জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক নীতি) সৈয়দ গোলাম কিবরিয়া গণমাধ্যমকে বলেন, দেশের বাজারে প্রধান খাদ্যপণ্য চালের দাম বেড়ে যাওয়ায় সম্প্রতি শুল্ক কমানোর জন্য খাদ্য মন্ত্রণালয় আমাদের অনুরোধ করেছে। ওই অনুরোধের প্রেক্ষিতে আমরা এই পরিপত্র জারি করেছি।
news24bd.tv/আলী