রাজশাহী মেডিকেলে করোনায় মৃত্যু আরও ১৩

রাজশাহী মেডিকেলে করোনায় মৃত্যু আরও ১৩

অনলাইন ডেস্ক

করোনায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটির করোনা ইউনিটে মারা গেছেন তাঁরা।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আজ শুক্রবার (১৩ আগস্ট) এসব তথ্য জানিয়েছেন।

শামীম ইয়াজদানী বলেন, গতকাল বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৮টার মধ্যে রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৩ জনের মৃত্যু হয়েছে।

এঁদের পাঁচজন মারা গেছেন করোনা সংক্রমণে আর করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন সাতজন।  

এছাড়া নেগেটিভ হওয়ার পরও অন্য জটিলতায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ১৩ জনের মধ্যে রাজশাহীর আট, পাবনার তিনজন এবং চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের একজন করে।

রামেক হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৪০ জন।

বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৩২৫ জন।  

NEWS24.TV / কামরুল