রিমান্ড শেষে আজ আবারও আদালতে পরীমণি

রিমান্ড শেষে আজ আবারও আদালতে পরীমণি

অনলাইন ডেস্ক

আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় দুই দফায় ৬ দিনের রিমান্ড শেষে আজ আবারও ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়েছে। শুধু পরীমণি নয়, রাজ ও মৌ-সহ আরও পাঁচজনকে আদালতে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাকে রাখা হয় আদালতের হাজতখানায়।

হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত মঙ্গলবার (১০ আগস্ট) ৪ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনের মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত সংস্থা সিআইডি। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন


রন ও দীপু সিকদারের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলেনি

গজনির পতন: তালেবানের সঙ্গে গোপন আঁতাত ছিল গভর্নরের

পরীমণির পক্ষে দাঁড়িয়েছেন দেশের ১৭ বিশিষ্ট নাগরিক

অবশেষে মেসিকে স্বাগত জানালেন এমবাপ্পে


গত বৃহস্পতিবার (৫ আগস্ট) পরীমণি ও রাজকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাতদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ প্রত্যেকের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বুধবার বিকেলে পরীমণির বনানীর বাসায় অভিযান চালিয়ে আটক করে র‌্যাব।

news24bd.tv এসএম

এই রকম আরও টপিক