পদ্মা সেতুতে ধাক্কা মানুষের হৃদয়ে আঘাত: নৌ প্রতিমন্ত্রী

পদ্মা সেতুতে ধাক্কা মানুষের হৃদয়ে আঘাত: নৌ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

কোনো ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন,  পদ্মা সেতুতে আঘাতের ঘটনা সাধারণ মানুষের কাছে আমাদের অপরাধী করে দেওয়া হচ্ছে। পদ্মা সেতুর কোনো স্থানে ধাক্কা লাগলে দেশের মানুষের হৃদয়ে আঘাত লাগে।

‌‘বার বার আঘাতে মানুষের হৃদয়ে ক্ষত সৃষ্টি হচ্ছে।

এতে আমরা খুবই বিব্রত বোধ করছি। ’

শুক্রবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বড়াল নামে জাহাজে চরে পদ্মা সেতু এলাকা ও মাদারীপুরে মাঝিকান্দির ঘাট পরিদর্শন করেন।

দুপুর ১২টার দিকে শিমুলিয়া ঘাটে মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষ অনেক চ্যালেঞ্জ মোকাববিলা করেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে পদ্মা সেতু বাস্তবে রূপ নিয়েছে।

সেতু উদ্বোধনের অপেক্ষায় আছে। আগামী বছর উদ্বোধন করা হবে। যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

এ ঘটনা যেন বার বার না ঘটে, সে বিষয়ে করণীয় নিয়ে আজ সন্ধ্যায় আমাদের উচ্চপর্যায়ে একটি সভা হবে। সভা থেকে পরবর্তী করণীয় জানানো হবে।

আরও পড়ুন: 

ঝালকাঠিতে পৌর কাউন্সিলরকে কুপিয়েছে দুর্বৃত্তরা

news24bd.tv তৌহিদ