সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি।
তিনি আরো বলেছেন, গোটা দেশের প্রতি ইঞ্চি সীমান্তের ওপর ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।
জেনারেল সালামি আজ (শুক্রবার) ইরানের পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান।
আফগানিস্তানে যখন সেনাবাহিনীর বিরুদ্ধে তালেবানের অগ্রাভিযান চলছে এবং এই গোষ্ঠীর হাতে ইরান সীমান্তের নিকটবর্তী হেরাত শহরের পতন হয়েছে তখন একথা জানালেন জেনারেল সালামি।
সূত্রঃ পার্সটুডে
news24bd.tv/ নকিব