নাটোরে খাদ্য গোডাউনে পচা ও নিম্নমানের চাল

নাটোরে খাদ্য গোডাউনে পচা ও নিম্নমানের চাল

৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
Other

নাটোরে খাদ্য গোডাউনে পচা ও নিম্নমানের চাল প্রবেশ করানোর সময় ৫৯১ বস্তা চাল জব্দের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা খাদ্য বিভাগ।

সিংড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুস ছালাম বিশ্বাসকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়। এছাড়া কমিটির
অন্য দুই সদস্য হচ্ছে- লালপুর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক ডালিম কাজী এবং কারিগরি খাদ্য পরিদর্শক আল সিহাবুল ইসলাম।
তদন্ত কমিটিকে ১৩ আগস্ট বিকেল ৪টার মধ্যে জেলা খাদ্য নিয়ন্ত্রক বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা খাদ্য নিয়ন্ত্রক রবীন্দ্র লাল চাকমা জানান, নাটোর সদর উপজেলা খাদ্য গোডাউনে পচা ও নিম্নমানের চাল প্রবেশ করানোর ঘটনায় ৩সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এই ঘটনার সাথে কারা কারা জড়িত তাদের চিহ্নিত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয় হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা খাদ্য গোডাউনের ৬নং গোডাউনে গোপনে ট্রাক থেকে চাল আনলোড করার সময় ৫৯১বস্তা পচা ও নিম্নমানের চাল জব্দ করে প্রশাসন।

পুলিশ ও খাদ্য গোডাউন কর্মকর্তারা জানান, সদর উপজেলার মেসার্স রহমান চালকল, মেসার্স তৈয়ব চালকল এবং মেসার্স মান্নান চালকল নামে তিনজন মিলারের নাম করে সিরাজগঞ্জের কামারখন্দ এলাকার একটি গোডাউন থেকে একটি ট্রাকে ৫৯১বস্তা চাল নিয়ে খাদ্য গোডাউনে আসেন।

সকালে ভারপ্রাপ্ত খাদ্য গোডাউন কর্মকর্তা মফিজ উদ্দিনের তত্ত্বাবধায়নে শ্রমিকরা গোডাউনে ১৭৫বস্তা পচা ও নিম্নমানের
চাল প্রবেশ করায়। এসময় রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থা ও গণমাধ্যম কর্মীরা বিষয়টি প্রশাসনকে অবগত করে। পরে নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা খাতুন গিয়ে পচা ও নিম্নমানের চাল জব্দ করে।

আরও পড়ুন: 

 

পদ্মা সেতুতে ধাক্কা মানুষের হৃদয়ে আঘাত: নৌ প্রতিমন্ত্রী

ঝালকাঠিতে পৌর কাউন্সিলরকে কুপিয়েছে দুর্বৃত্তরা

 

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর