চীনের পাঠানো আরও ১০ লাখ ডোজ টিকা ঢাকায়

চীনের পাঠানো আরও ১০ লাখ ডোজ টিকা ঢাকায়

অনলাইন ডেস্ক

রাজধানি ঢাকায় এসে পৌঁছেছে চীনের পাঠানো সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় এ টিকা নিয়ে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানিয়েছে, ‘বিমানের চার্টার্ড ফ্লাইটে মোট ৫৭টি বক্সে সিনোফার্মের ১০ লাখ ডোজ কোভিড টিকা ও ৩১৩টি কার্টনে ৪ দশমিক ১ টন সিরিঞ্জ পরিবহন করা হয়েছে। সাশ্রয়ী খরচে এসব টিকা ও সিরিঞ্জ দেশে পরিবহন করেছে বিমান।

‌‘এ ছাড়া, আগামী ১৪ আগস্ট সকালে করোনার টিকা আনতে ঢাকা থেকে চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে বিমানের আরেকটি চার্টার্ড ফ্লাইট। ’

প্রসঙ্গত, গত ১২ মে বাংলাদেশকে ৫ লাখ টিকা উপহার দেয় চীন। এরপর ১৩ জুন দ্বিতীয় দফা উপহারের ছয় লাখ টিকা দেশে পোঁছায়। আর আজকে তৃতীয় দফায় আসছে চীনা উপহারের ১০ লাখ টিকা।

এ ছাড়া টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় দুই দিনে ৩৪ লাখ ৭০ হাজার সিনোফার্মের টিকা বাংলাদেশকে উপহার দিয়েছে চীন।

আরও পড়ুন: 


পদ্মা সেতুতে ধাক্কা মানুষের হৃদয়ে আঘাত: নৌ প্রতিমন্ত্রী

ঝালকাঠিতে পৌর কাউন্সিলরকে কুপিয়েছে দুর্বৃত্তরা


news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর