চেক কেটে ভিডিও পাঠালেও টাকা ফেরত পাচ্ছেন না ইভ্যালির গ্রাহকরা

Other

পণ্য কিনলেই অর্থ ফেরতের অস্বাভাবিক ‘ক্যাশব্যাক  অফার দিয়ে ব্যবসা করছিলো বাংলাদেশি ডিজিটাল বাণিজ্যিক প্রতিষ্ঠান ই-ভ্যালি। অর্থ ফেরত দেওয়ার লোভনীয় এই অফারে হাজার হাজার গ্রাহক আকৃষ্ট হণ। অল্প কেউ লাভবানও হলেও, বেশির ভাগই  হন প্রতারিত। অনেকেই এখন টাকা দিয়ে পণ্য পাচ্ছেন না।

হয়েছেন প্রতারণার শিকার।  

ভুক্তভোগীরা জানান, সম্প্রতি ইভ্যালির এমডি রাসেল সামাজিক যোগযোগ মাধ্যমে জানান, চেক কেটে কেটে ভিডিও পাঠালে, ফেরত দেয়া হবে অর্থ।  

নতুন প্রতারণার ফাদ বাংলাদেশি ডিজিটাল বাণিজ্যিক প্রতিষ্ঠান ই-ভ্যালির। সম্প্রতি ই কমাস কোম্পানিটির এমডি সোসাল মিডিয়ায় ঘোষণা দেন, তার গ্রাহকদের যদি তারা চেকগুলো কেটে টুকরো টুকরো করে ভিডিও পাঠান, তবে ফেরত পাবেন তাদের টাকা।

তবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি গ্রাহকদের এমন প্রতিশ্রুতি দিলেও অনেকেই হয়েছেন প্রতারিত।

এদিকে ই-ভ্যালির কর্মতাদের সাথে যোগাযোগের চেষ্টা করলে সবার ফোন বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন:

যতক্ষণ না পুলিশ আসবে, মিডিয়া আসবে লাইভ চলবে: পরীমনি

আবারও মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

একসঙ্গে দুই ছেলে ও দুই মেয়ের জন্ম


হোয়াটঅ্যাপ, ফেসবুক, ম্যাসেনজার, টেলিগ্রাফসহ সোসাল মিডিয়ায় ইভ্যালি গ্রাহকদের একাধিক গ্রুপ রয়েছে। হোয়াটঅ্যাপের গ্রুপেই চেক কেটে পাঠানোর কথা বলেন এমডি রাসেল।

তবে, গ্রাহকরা চেক কেটেও ভিডিও পাঠালেও টাকা ফেরত পাচ্ছেন না। এছাড়া বন্ধ রয়েছে তাদের অফিস।

news24bd.tv/আলী