খুলনায় গরুর খামার করে দৃষ্টান্ত

Other

খুলনার ডুমুরিয়া উপজেলায় গরুর খামার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন কয়েক হাজার উদ্যোক্তা। তারা শুধু নিজেরাই স্বাবলম্বী হননি কর্মসংস্থানও করেছেন অনেকের।

সংশ্লিষ্টরা বলছেন, করোনা পরিস্থিতিতেও গ্রামীণ অর্থনীতিতে আশার আলো দেখাচ্ছে পশুপালন ও দুগ্ধ খামার।

খুলনার ডুমুরিয়ার প্রত্যন্ত খর্নিয়া গ্রাম।

পশু লালন-পালন করে জীবিকা নির্বাহ করে এই গ্রামের ৯০ শতাংশ মানুষ ।   

করোনার প্রভাবে সারাদেশের অর্থনীতিতে বিপর্যয় নামলেও তার ছোয়া লাগেনি এখানকার খামারীদের। গাভী পালন ও দুধ বিক্রি করেই জীবিকা নির্বাহ করছেন অনেকে।

এদিকে খামারে উৎপাদিত দুধ ন্যায্য মূল্যে বিক্রির জন্য বেসরকারি ব্যবস্থাপনায় খুলনার ডুমুরিয়ায় গড়ে উঠেছে ভিলেজ মার্কেট।

বাড়িতে বসে খামারীরা ৩০-৩৫ টাকায় যে দুধ বিক্রি করে তা ভিলেজ সুপার মার্কেটে দুধের ননী বা ফ্যাটের পরিমাণ অনুযায়ী ৪৫-৭৫ টাকা পর্যন্ত বিক্রি করতে পারছেন। বাজার ব্যবস্থাপনায় প্রশিক্ষণের সুযোগ ও ন্যায্য দামে দুধ বিক্রিতে লাভবান হওয়ায় আগ্রহ বাড়ছে গাভী পালনে।

করোনাকালে অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যেও পশুপালন ও দুগ্ধ খামারে বিকল্প কর্মসংস্থান তৈরি ও আর্থ সামাজিক উন্নয়ন হচ্ছে, বলছেন প্রাণিসম্পদ কর্মকর্তারা।

জেলা প্রাণিসম্পদ অফিসের তথ্য অনুযায়ী, খুলনায় ১০ থেকে ১৫ হাজার খামারী এখন গাভী লালন-পালন করছেন।

আরও পড়ুন: 


পদ্মা সেতুতে ধাক্কা মানুষের হৃদয়ে আঘাত: নৌ প্রতিমন্ত্রী

ঝালকাঠিতে পৌর কাউন্সিলরকে কুপিয়েছে দুর্বৃত্তরা


news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর