বিশ্বজুড়ে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারীতে মোট প্রাণহানি ৪৩ লাখ ৪৮ হাজারের কাছাকাছি।
দৈনিক মৃত্যুর হিসাবে এখনও শীর্ষে এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। গত বৃহস্পতিবারও দেশটিতে করোনায় ১ হাজার ৪শ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে।
আরও পড়ুনঃ
কাবুলের খুব কাছের শহর পুল-ই-আলম দখলে নিল তালেবানরা
চীন থেকে কেনা সিনোফার্মের আরও ১০ লাখ টিকা আসছে আজ
‘আফগান সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের মার্কিন পরিকল্পনা ফাঁস’
মার্কিন দূতাবাসে হামলা না চালাতে তালেবানের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান
তবে সব থেকে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১ লাখ ৪৩ হাজার। এসময়ে মোট মারা গেছে ৬৬০ জন।
এছাড়া, ব্রাজিলে ৯৭৫ জন, রাশিয়ায় ৮০৮ জন, মেক্সিকোয় ৭২৭ জন ও ভারতে করোনায় মৃত্যুবরণ করেছেন ৫৮৩ জন।
news24bd.tv/ নকিব