মাদারীপুরে সোহেল হত্যা মামলায় মামাসহ ৪ জনের মৃত্যুদন্ড

মাদারীপুরে সোহেল হত্যা মামলায় মামাসহ ৪ জনের মৃত্যুদন্ড

মাদারীপুরে সোহেল হত্যা মামলায় মামাসহ ৪ জনের মৃত্যুদন্ড

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে ব্যবসায়ী সোহেল মল্লিক হত্যা মামলায় আপন মামা ও সৎ ভাইসহ ৪জনের মৃত্যুদন্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফ উদ্দিন আহম্মদ এই আদেশ দেন।
 
নিহত ব্যবসায়ী সোহেল শিবচরের বহেরাকান্দি ইউনিয়নের জাদুয়ারচর গ্রামের সিদ্দিক মল্লিকের ছেলে। মৃত্যুদন্ড প্রাপ্তরা হলো: আপন মামা খালেক হাওলাদার, মিজানুর রহমান, শাহিন হাওলাদার ও সৎ ভাই আল-আমিন খান ।

মামলার বিবরণে জানা যায়, সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জের ধরে ২০১৩ সালের ৮ আগষ্ট রাতে সোহেল মল্লিককে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় পরের দিন শিবচর থানায় নিহতের বাবা বাদী হয়ে ৪জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে ৪ জনের বিরুদ্ধে চার্জসীট প্রদান করে। মামলা পরে আসামীদের গ্রেপ্তার করা হলেও জামিন নিয়ে বর্তমানে পলাতক রয়েছে।

মামলা রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মামলা বাদী সিদ্দিক মল্লিক ও নিহতের মা হেলেনা বেগম। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর কোর্টের পিপি এ্যাডভোকেট এমরান লতিফ।


(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর