অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের ভ্যাকসিন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোয় প্রায় তিনশ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক।
প্রথম রাশিয়া থেকে ছড়ানো এই ভুয়া খবর সবচেয়ে বেশি ভাইরাল হয় ভারত, লাতিন আমেরিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। খবরে বলা হয়, কোভিড ভ্যাকসিন নিলে মানুষ শিম্পাঞ্জিতে পরিণত হবেন!
উল্লেখ্য, গত বছর ডিসেম্বরের দিকে বিভিন্ন মিম ও পোস্ট তৈরি করা হয়েছিল। যেখানে লেখা ছিল, অ্যাস্ট্রাজেনেকার টিকা নিলেই মানুষ শিম্পাঞ্জিতে পরিণত হবে।
ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, “আমরা ফেসবুক থেকে এরকম ৬৫টা অ্যাকাউন্ট আর ২৪৩টা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সরিয়ে ফেলেছি। কারণ, এই ধরনের পোস্ট আমাদের পলিসি বিরুদ্ধ। ”
আরও পড়ুনঃ
কাবুলের খুব কাছের শহর পুল-ই-আলম দখলে নিল তালেবানরা
চীন থেকে কেনা সিনোফার্মের আরও ১০ লাখ টিকা আসছে আজ
‘আফগান সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের মার্কিন পরিকল্পনা ফাঁস’
মার্কিন দূতাবাসে হামলা না চালাতে তালেবানের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান
উল্লেখ্য, ভুয়া খবর ছড়িয়েছে, এমন বহু অ্যাকাউন্টের পোস্ট আগেও অনেকবার মুছে ফেলা হয়েছে। এছাড়া গুজব আটকাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়।
news24bd.tv/ নকিব