ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ালো ফিলিপাইন

ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ালো ফিলিপাইন

অনলাইন ডেস্ক

বাংলাদেশসহ আরও ৯ দেশের ওপর আগামী ৩১ আগস্ট পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়িয়েছে ফিলিপাইন। করোনাভাইরাসের সংক্রমণ রোধে গতকাল শুক্রবার এই নিষেধাজ্ঞা জারি করে তারা। নিষেধাজ্ঞার আওতাধীন দেশগুলো হলো, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড।  

এর আগে করোনার ডেল্টা ভেরিয়েন্ট থেকে নিরাপদে থাকতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওমান ও আরব আমিরাতের উপর এই নিষেধাজ্ঞা জারি করে দেশটি।

এছাড়া গত ১৬ জুলাই নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হয় ইন্দোনেশিয়া। আর ২৫ জুলাই যুক্ত হয় মালয়েশিয়া ও থাইল্যান্ড।

আরও পড়ুনঃ

কাবুলের খুব কাছের শহর পুল-ই-আলম দখলে নিল তালেবানরা

চীন থেকে কেনা সিনোফার্মের আরও ১০ লাখ টিকা আসছে আজ

‘আফগান সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের মার্কিন পরিকল্পনা ফাঁস’

মার্কিন দূতাবাসে হামলা না চালাতে তালেবানের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান


দেশগুলোর ওপর এই নিষেধাজ্ঞা আগামী রবিবার প্রত্যাহার হওয়ার কথা থাকলেও তা ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়ে বিজ্ঞপ্তি দিয়েছে দেশটি।

news24bd.tv/ নকিব