মেসিহীন বার্সেলোনার খেলায় আগ্রহ নেই খোদ কাতালানদেরই

ফাইল ছবি

মেসিহীন বার্সেলোনার খেলায় আগ্রহ নেই খোদ কাতালানদেরই

অনলাইন ডেস্ক

আগামী রবিবার বাংলাদেশ সময় ১২টায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ দিয়ে লা-লিগার নতুন মৌসুম শুরু করবে বার্সেলোনা। এ ম্যাচে মাঠে থাকবে দর্শকও।

কিন্তু মেসিহীন বার্সেলোনার প্রতি খোদ কাতালানদেরই আগ্রহ নেই। প্রায় ১৭ মাস পর এ সুযোগ পেয়েও মাঠে গিয়ে ম্যাচটি দেখার তেমন আগ্রহ দেখাচ্ছে না বার্সা সমর্থকরা।

বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে ধারণক্ষমতার এক-তৃতীয়াংশেরও কম (প্রায় ৩০ হাজার) দর্শক মাঠে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে।  কিন্তু এখনো এর অর্ধেক টিকিটই এখনো বিক্রি হয় নি।

স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারো এএস জানিয়েছে, রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটিতে ২৯ হাজার ৮০৩টি টিকিট বিক্রি করতে পারবে বার্সেলোনা। কিন্তু শুক্রবার পর্যন্ত এ ম্যাচটি দেখার আগ্রহ প্রকাশ করেছেন মাত্র ১৫ হাজার ৮২০ জন।

অর্থাৎ এখনও প্রায় ১৪ হাজার টিকিট অবিক্রিত আছে।

আরও পড়ুনঃ

কাবুলের খুব কাছের শহর পুল-ই-আলম দখলে নিল তালেবানরা

চীন থেকে কেনা সিনোফার্মের আরও ১০ লাখ টিকা আসছে আজ

‘আফগান সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের মার্কিন পরিকল্পনা ফাঁস’

মার্কিন দূতাবাসে হামলা না চালাতে তালেবানের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান


অথচ নিকট অতীতে বার্সার প্রতিটি ম্যাচ দেখার জন্য রীতিমতো ভীড় লেগে থাকতো। আসন ফাঁকা না থাকায় অনেক দর্শককেই ফিরিয়ে দিতে হতো। আর এবার ঘরের মাঠে প্রায় ১৭ মাস পর সেই বার্সেলোনার খেলা সরাসরি দেখার সুযোগ পেয়েও অনীহা দেখাচ্ছেন দর্শকেরা।

news24bd.tv/ নকিব