দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে ১০টি জেলার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রোববার (২৫ মে) দুপুর ১টা পর্যন্ত জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষর করেন। সতর্কবার্তায় বলা হয়, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, আবহাওয়া অফিসের আরেক পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক দিন দেশের **সব...
দুপুরের মধ্যে বিভিন্ন জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
অনলাইন ডেস্ক

কমিশন বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ
নিজস্ব প্রতিবেদক

কমিশন বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজশাহী জেলার সকল পেট্রোল পাম্প বন্ধ রেখেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিক ঐক্য পরিষদ। রাজশাহী জেলা পেট্রোল পাম্প ও ও ট্যাংকলরী মালিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আনিসুর রহমান শিমুল জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজশাহী জেলার সকল পেট্রোল পাম্প বন্ধ আছে। পাশাপাশি ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহনও বন্ধ করে দেওয়া হয়েছে। আরও পড়ুন চলমান পরিস্থিতি নিয়ে আলোচনায় বিকেলে যমুনায় সর্বদলীয় বৈঠক ২৫ মে, ২০২৫ পেট্রোল পাম্প বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অনেকেই পাম্পে এসে ফিরে যাচ্ছেন। দ্রুত তেল পাম্প চালু করার দাবি জানান তারা।...
মিয়ানমারে পাচারকালে ৩৪০ বস্তা সিমেন্টসহ মাছ ধরার নৌকা আটক
অনলাইন ডেস্ক

কক্সবাজার উপকূলে সিমেন্ট পাচারের সময় একটি মাছ ধরার নৌকা থেকে ৩৪০ বস্তা সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারে জড়িত ৫ জনকে আটক করা হয়। শনিবার (২৪ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার উপকূলবর্তী এলাকায় এ অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ। তিনি জানান, রাত ২টার দিকে কক্সবাজার কোস্ট গার্ড স্টেশনের একটি টহল দল সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামতে সংকেত দিলে সেটি দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ঘণ্টাব্যাপী ধাওয়া করে বোটটি আটক করা হয়। তল্লাশির এক পর্যায়ে নৌকাটির গোপন চেম্বারে থাকা ৩৪০ বস্তা অবৈধ সিমেন্ট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এসব সিমেন্ট শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচার করা হচ্ছিল। আটক...
রাতের আঁধারে নিষিদ্ধ আ. লীগ নেত্রীকে ধরে পুলিশে দিলো জনতা
অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর থেকে রজনী আক্তার তুশি (৩৮) নামে এক নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (২৪ মে) দিবাগত রাতে ফতুল্লার মুসলিম নগর পাওয়ার হাউজ সংলগ্ন রুবেল মিয়ার বাড়ির নিচতলার ফ্ল্যাট থেকে ছাত্র-জনতা আটক করে তাকে পুলিশে সোপর্দ করে। আটককৃত নিষিদ্ধ আ. লীগ নেত্রী রজনী আক্তার তুশি ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য। তিনি ডেমরা সারুলিয়া স্টাফ কোয়াটার এলাকার আবুল কাশেমের মেয়ে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, তুশি প্রায় তিন মাস ধরে মুসলিম নগর পাওয়ার হাউজ সংলগ্ন রুবেল মিয়ার বাড়ির নিচতলার ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। বিষয়টি ছাত্র-জনতা জানতে পেরে ওই বাড়ি ঘেরাও করে থানায় খবর দেয়। পরবর্তীকালে সদর থানা পুলিশ গিয়ে তুশিকে আটক করে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর