চুল রপ্তানি করে এই খাতে ভারতের আয় বেড়েছে প্রায় ৪৫ শতাংশ। ২০১৯-২০ অর্থ বছরে এই আয় করেছে ভারত। যা ২৭৩৫ কোটি রুপিরও বেশি। বাংলাদেশি টাকায় যার পরিমাণ তিন হাজার ১১৭ কোটি।
ভারত থেকে চুল আমদানিকারকদের শীর্ষে রয়েছে চীন। দেশটির মোট চুল আমদানির ৬০ শতাংশ যায় ভারত থেকে।
আরও পড়ুন:
স্বাস্থ্যবিধি, টিকা আর মাস্কই ভরসা : স্বাস্থ্যমন্ত্রী
প্রেম করে পালিয়ে বিয়ে, অবশেষে বুড়িগঙ্গায় মিলল গৃহবধূর লাশ
হোমিও-ইউনানি ডিগ্রিধারীরা ব্যবহার করতে পারবেন না 'ডাক্তার'
ভারতে চুল সরবরাহের অন্যতম কেন্দ্র সেখানকার মন্দিরগুলো। এবার সবচেয়ে বেশি চুল সরবরাহ করেছে অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটেশ্বর মন্দির। আর মেয়েদের চুলের দাম ছেলেদের তুলনায় বহুগুণ বেশি। এই চুলকে প্রক্রিয়াকরণ করে উইগ বা পরচুলা বানানো হয়।
সূত্র : আনন্দবাজার
news24bd.tv/এমি-জান্নাত