পরীমনির মুক্তির দাবিতে বিক্ষোভ

পরীমনির মুক্তির দাবিতে বিক্ষোভ

অনলাইন ডেস্ক

মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণির জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বর্তমানে তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের কোয়ারেন্টিন সেন্টারে রাখা হয়েছে। এদিকে জাতীয় প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে তার শুভানুধ্যায়ীরা।

আজ শনিবার বিকালে বিক্ষুব্ধ নাগরিকজন আয়োজিত এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন পেশার মানুষ চিত্রনায়িকা পরীর মুক্তি দাবি করেন।

তারা বলেন, মাদক মামলায় একজন মানুষকে জামিন না দিয়ে দুইবার রিমান্ডে নেওয়া হয়েছে যেটা অযৌক্তিক। অতীতে অনেককেই মাদক মামলায় জামিন দেওয়া হয়েছে, তাহলে তাকে কেন বারবার জামিন নামঞ্জুর করে রিমান্ডে নেওয়া হচ্ছে?


আরও পড়ুন:

চুল বিক্রি করে বছরে আয় ৩ হাজার কোটি টাকা!

স্বাস্থ্যবিধি, টিকা আর মাস্কই ভরসা : স্বাস্থ্যমন্ত্রী

রংপুরে কমেছে মৃত্যু ও শনাক্ত

প্রেম করে পালিয়ে বিয়ে, অবশেষে বুড়িগঙ্গায় মিলল গৃহবধূর লাশ


তারা আরও বলেন, পরীমনি একজন শিল্পী, তার এমন হেনস্তা মেনে নেওয়া যায় না।

আমরা সরকারকে অনুরোধ করি, আমাদের পরিমণিকে ফিরিয়ে দিন। আমরা তাকে আবারও শুটিং সেটে দেখতে চাই।

news24bd.tv/এমি-জান্নাত