ভার্চ্যুয়াল আদালতে দেড় লাখের বেশি আসামি কারামুক্ত

ভার্চ্যুয়াল আদালতে দেড় লাখের বেশি আসামি কারামুক্ত

অনলাইন ডেস্ক

করোনা পরিস্থিতির কারণে সারাদেশে ভার্চ্যুয়ালি আদালত চলমান ছিলো। এতে অধস্তন আদালতে ভার্চ্যুয়াল শুনানির মাধ্যমে মোট ১ লাখ ৬০ হাজার ৭৬৮ জন হাজতি আসামি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন। আজ শনিবার সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মুহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।


আরও পড়ুন:

চুল বিক্রি করে বছরে আয় ৩ হাজার কোটি টাকা!

স্বাস্থ্যবিধি, টিকা আর মাস্কই ভরসা : স্বাস্থ্যমন্ত্রী

রংপুরে কমেছে মৃত্যু ও শনাক্ত

প্রেম করে পালিয়ে বিয়ে, অবশেষে বুড়িগঙ্গায় মিলল গৃহবধূর লাশ


মহামারি করোনা সংক্রমণ রোধকল্পে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চ্যুয়াল পদ্ধতিতে জামিন এবং অতি জরুরি ফৌজদারি দরখাস্তের ওপর শুনানি হয়।

২০২০ সালের ১১ মে থেকে চলতি বছরের ১০ আগস্ট পর্যন্ত সারাদেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে ৩ লাখ ১৫ হাজার ৫৬৮ টি আবেদন ভার্চ্যুয়াল শুনানি ও নিষ্পত্তি করে মোট ১ লাখ ৬০ হাজার ৭৬৮ জন হাজতি আসামি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন। একই সময়ে জামিনপ্রাপ্ত মোট শিশুর সংখ্যা ২ হাজার ২৬১ জন।

news24bd.tv/এমি-জান্নাত