মেহেরপুরে পাটের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে

অনলাইন ডেস্ক

মেহেরপুরে পাটের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে। পানির অভাবে বিপুল পরিমান পাট জাগ দিতে পারছেন না তারা। খাল-বিল কিংবা নদীতে পাট জাগ দেয়ায় নিষেধাজ্ঞা থাকায় অতিরিক্ত খরচ হচ্ছে কৃষকের। একইসাথে ভরা মৌসুমে দাম কমে গেলে লোকসানের শঙ্কাও রয়েছে।

 

গেল বছর পাটের ভালো দাম পেয়ে খুশি ছিলেন মেহেরপুরের কৃষক। এবছর তাই দ্বিগুণ জমিতে পাট চাষ হয়েছে। আবহাওয়া ভালো থাকায় বাম্পার ফলনও পেয়েছেন চাষিরা। কিন্তু এখন বিপদ তাদের।

পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় পাট জাগ দেয়ার পানি নেই পুকুর কিংবা ডোবায়।

এই অবস্থায় বিকল্প হতে পারে নদী-খাল-বিল। কিন্তু সেখানেও স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞা। তাই পাম্প দিয়ে ভূগর্ভের পানি উঠিতে তা ব্যবহার করতে হচ্ছে।

আরও পড়ুন:


করোনা ভাইরাসের টিকা সংগ্রহ-বিতরণে সরকার ব্যর্থ: ফখরুল

হোমিও-ইউনানি ডিগ্রিধারীরা ‘ডাক্তার’ শব্দ ব্যবহার করতে পারবেন না: হাইকোর্ট

প্রথম সন্তান মেয়ে হওয়ায় খালে ফেলে দিল মা, অতঃপর…

প্রেম করে পালিয়ে বিয়ে, অবশেষে বুড়িগঙ্গায় মিলল গৃহবধূর লাশ


এবছর পাটের দাম ভালো থাকবে বলে আশা কৃষি কর্মকর্তাদের। একইসঙ্গে পাট জাগ দিতে আধুনিক পদ্ধতি অবলম্বনের পরামর্শ তাদের।

কৃষি বিভাগের হিসেবে এবছর মেহেরপুরে ২০ হাজার ৪০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে।

news24bd.tv নাজিম