ডাচ বাংলা ব্যাংক চারটি ভিন্ন পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা থাকলে অনলাইনে মাধ্যমে আগামী ১৬ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদ-সংখ্যা : মোট ৩৮ জন
পদের নাম :
সিনিয়র অফিসার (পিএল/ এসকিউএল ডেভেলপার)/
অফিসার (পিএল/ এসকিউএল ডেভেলপার),
সিনিয়র অফিসার (জাভা ডেভেলপার)/
অফিসার (জাভা ডেভেলপার),
মোবাইল ডেভেলপার (অফিসার/ সিনিয়র অফিসার)/
আইওএস ডেভেলপার (অফিসার/ সিনিয়র অফিসার), কিউএ ইঞ্জিনিয়ার।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা :
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স বিষয়ে বিএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বেতন :
আলোচনা সাপেক্ষে
আবেদনের সময়সীমা :
আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ আগস্ট, ২০২১ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আরও পড়ুন:
যতক্ষণ না পুলিশ আসবে, মিডিয়া আসবে লাইভ চলবে: পরীমনি
আবারও মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
একসঙ্গে দুই ছেলে ও দুই মেয়ের জন্ম
আবেদনের প্রক্রিয়া :
আগ্রহী প্রার্থীরা যোগ্যতা থাকলে এই http://app.dutchbanglabank.com/online_job ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
news24bd.tv/আলী