৭৫তম স্বাধীনতা দিবসে দেশপ্রেমের গান উৎসর্গ করলেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়

৭৫তম স্বাধীনতা দিবসে দেশপ্রেমের গান উৎসর্গ করলেন মমতা

অনলাইন ডেস্ক

স্বাধীনতা দিবস উপলক্ষে দেশপ্রেমের গান লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার লেখা সেই গানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশও করেছেন নিজেই। শনিবার রাত সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গানটির লিঙ্ক শেয়ার করেন মুখ্যমন্ত্রী।

বিবরণে মমতা লিখেছেন, ‘ভারতবর্ষের ৭৫তম স্বাধীনতা দিবসে দেশ মাতৃকাকে আমার প্রণাম জানাই।

আজকের এই শুভদিনে আমার রচনা ও ভাবনায় একটি গান রইল সবার জন্য। ’

আরও পড়ুন


আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহর মাজার শরিফ দখলে নিয়েছে তালেবান

দোয়া ইউনুস'এর সঠিক আমল

সূরা বাকারা: আয়াত ২৭-২৮, আল্লাহর সাথে অঙ্গীকার ভঙ্গ করা

আজ জাতীয় শোক দিবস

গানের প্রথম চার লাইন নিজের পোস্টের সঙ্গে জুড়েও দিয়েছেন মমতা। সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁর এই গানে কণ্ঠ দিয়েছেন ইন্দ্রনীল সেন, মনোময় ভট্টাচার্য, তৃষা পারুই এবং দেবজ্যোতি বসু।

ফেসবুক পোস্টে গানটি প্রকাশ করার পাশাপাশি দেশবাসীকে ৭৫তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মমতা।

লিখেছেন, ‘ঐক্য, সম্প্রীতি এবং সর্বধর্ম সমন্বয়ের পরম্পরা এই দেশের গৌরব বৃদ্ধি করেছে। নাগরিক হিসেবে সেই ঐতিহ্য অটুট রাখাই হোক আমাদের আজকের শপথ। ’

news24bd.tv রিমু 

এই রকম আরও টপিক